Souful Adventure
Making The Adventure Happen
আমরা,
মানে অনুরিমা ও ইন্দ্রনীল। দুজনেই বেড়াতে খুব ভালোবাসি, আমাদের বেড়াবার জায়গা গুলো মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন অফ বিট লোকেশন, যার বেশিরভাগ টাই উত্তরবঙ্গ কে ঘিরে, ওখানকার মানুষদের আতিথেয়তা ও ভালোবাসা আমাদের আকৃষ্ট করে এবং সবচেয়ে বেশি আকর্ষণ করে তাদের স্বনির্ভর রোজগারের জায়গা। এভাবেই নতুন জায়গার অনুসন্ধান করতে করতেই চোখে পড়ে আমাদেরই একেবারে পাশের জেলা দক্ষিণ 24 পরগনার নামখানার কাছের এক ছোট্ট দ্বীপ। নাম মৌসুনি দ্বীপ। যেমনি জানা তেমনি বেরিয়ে পরা, আবিষ্কার করলাম এক অপরূপ সুন্দর সমুদ্র সৈকত ও একটি ছোট্ট দ্বীপ এবং সেখানকার গ্রাম্য মানুষদের আতিথেয়তা ও ভালোবাসা।
আজও মনে আছে সেই নিঝুম রাতে, সমুদ্রের পাড়ে বসে বারবিকিউ চিকেনে কামড় দিতে দিতে ঠান্ডা পানিয়র বোতলে চুমুক দিয়ে যখন ইয়াকুব কে জিজ্ঞেস করলাম যে এখানে ওরা ব্যবসাটা কিভাবে করে? আর ও তা জানায়। আর তখনই, আমার মত মধ্যবিত্ত বাঙালির মধ্যে উদ্যোগ প্রতি হওয়ার স্বপ্নটা জেগে ওঠে।
ওর কাছে সম্পদ আছে, মানে জায়গা আছে কিন্তু তার সঠিক ব্যবহার ওর জানা নেই, যা আবার আমার জানা। এখান থেকেই শুরু হলো দুজনের মধ্যে চুক্তি ও এক নতুন সফর। একে অপরকে সাহায্য করে পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস।
আর এই প্রয়াসকে মাথায় রেখেই আমাদের নতুন আবিষ্কার বাঙালির প্রিয় দিঘাতেই এক সম্পূর্ণ অন্যরকম আস্তানা। আশা করি এখানেও আমরা আপনাদেরকে “বাড়ির বাইরে বাড়ি “এই অনুভূতি দিতে পারব।
Outdoor Activities
Indoor Activities
The location of the stylincampers is ideal for adventure lovers like us. The cottages were well decorated with a verandah,and great service. I'll visit them again in the near future.
Swapan Kumar Dey
The beauty of this glamping resort is that it's one of a kind in Digha Marine Drive Road. Ample space with a variety of food and the staff are equally helpful
Chinmoy Naskar
The Family tents were clean with bedding pillows and blanket.The common bathrooms are clean too.The cherry on the top was that the tents were on the deck with a balcony.
Perfect family outing where you can feel the urban life and find solace.
Subhajit Sarkar
Previous
Next